বনানীর ব্যবসায়ী খুনে চার মুখোশধারী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বনানীতে জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সীকে হত্যার ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আর সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারে ভিডিও ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্ত করেছে পুলিশ।

Murder2
ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘সিদ্দিকের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে মামলাটি করেন। মামলা নম্বর ২৩।  ইতোমধ্যে মামলা তদন্ত করার জন্য কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।’

পুলিশের সঙ্গে মামলাটির তদন্ত সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও করছে। বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি উত্তর) শাহজাহান সাজু বলেন, ‘ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ওই অফিসের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ফুটেজে দেখা গেছে, চার দুর্বৃত্ত অফিসে ঢোকে এবং তারা গুলি করে পালিয়ে যায়। ইতোমধ্যে ভিডিও ফুটেজে তাদের ছবি পাওয়া গেছে। কোনো ব্যক্তি যদি তাদের সন্ধান পান তাহলে নিকটস্থ থানা পুলিশকে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আর তদন্তের স্বার্থে ব্যবসায়িক, পারিবারিকসহ একাধিক কারণ নিয়ে তদন্ত চলছে। সময় হলেই সব জানতে পারবেন।’

উল্লেখ্য, মঙ্গলবার রাতের ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts