বিড়ালের কবল থেকে নবজাতক উদ্ধার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গাজীপুরে ডাস্টবিনে ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগে ভর্তি এক নবজাতককে বিড়ালের কবল থেকে উদ্ধার করেছে পোশাকশ্রমিক এক দম্পতি। মাত্র কয়েক ঘণ্টা বয়সের ওই মেয়ে শিশুটির শরীর বিড়ালের নখের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে।

আজ রোববার উদ্ধার হওয়া ওই শিশুকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও উদ্ধারকারীরা জানান, রোববার দুপুরে খাবারের জন্য কারখানা থেকে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার বাসায় ফিরছিলেন পোশাকশ্রমিক দম্পতি রেখা আক্তার ও আবদুল মতিন। তাঁরা স্থানীয় তিনসড়ক এলাকার স্প্যারো কারখানায় কাজ করেন। বাসায় ফিরার পথে তাঁরা তিনসড়ক এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের পাশের একটি ডাস্টবিনে কয়েকটি বিড়ালকে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে টানাটানি করতে দেখেন। ওই ব্যাগ থেকে শিশুর কান্নার শব্দ পেয়ে সেখানে এগিয়ে যান তাঁরা। পরে বিড়াল তাড়িয়ে ব্যাগটি কুঁড়িয়ে নেন। ব্যাগটি খুলে একটি নবজাতককে দেখতে পান ওই পোশাক শ্রমিক দম্পতি। শিশুটির মুখমণ্ডলসহ বিভিন্ন স্থানে নখের আঁচড় ও ক্ষত চিহ্ন রয়েছে। পরে আহত ওই শিশুটিকে উদ্ধার করে তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় তিনসড়ক এলাকার স্প্যারো কারখানার পোশাক শ্রমিক দম্পতি কয়েক ঘণ্টা বয়সী এক মেয়ে শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্নস্থানে বিড়ালের দাঁত ও নখের আঁচড় এবং ক্ষতচিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে তাকে দুধ পানের ব্যবস্থা করা জরুরি। এ নবজাতকের বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

Related Posts