জাবিতে ধরা খেয়েছে গেন্ডারিয়ার আরমান ভাই

মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গেন্ডারিয়ার আরমানকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। মারধরের শিকার ওই উত্ত্যক্তকারি মো. আরমানকে (৩৫) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রিক্সা গ্যারেজ মালিক আরমান ঢাকার গেন্ডারিয়া থানার স্বামী বাগে থাকেন। তার গ্রামের বাসা বিক্রমপুরে। গত ৪ মাস যাবৎ ওই ছাত্রীকে নজরে রাখে সে। আরমান ওই ছাত্রীর পিছু নিয়ে মাঝেমধ্যেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে।  বিষয়টি ওই ছাত্রীর নজরে আসলে সে তার বন্ধুদের জানায়। তার বন্ধুরা আরমানকে একাধিকবার ধরার চেষ্টা করে। অবশেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রীর পিছু নিয়ে ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী তাকে আটক করে মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয় তাকে। নিরাপত্তা শাখায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয় সে।
এ বিষয়ে নিরাপত্তা কর্মকর্তা জেফরুল চৌধুরী সজল জানান, জিজ্ঞাসাবাদে আরমান ওই মেয়েকে ফলো করার কথা স্বীকার করেছে। পরবর্তীতে এমন কাজ না করার অঙ্গীকার করলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওই ছাত্রী আতঙ্ক প্রকাশ করে বলেন, লোকটা দীর্ঘদিন আমাকে ফলো করছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলে আসে। যেকোনো সময় দূর্ঘটনা ঘটাতে পারে।
অভিযুক্ত আরমান এ বিষয়ে বলেন, আমি ওকে দীর্ঘদিন ফলো করলেও কখনও বিরক্ত করিনি। আমি ওর ক্ষতি করব না।
Print Friendly, PDF & Email

Related Posts