বিডি মেট্রোনিউজ ॥ পরীমনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সরি টু সে… ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! ওরে ভাই এ রকম পিক আমার হাজার জনের সাথে আছে। তার মানে এই না যে সেই হাজার জন আমার জামাই লাগে। আর কি এমন পিকখানা পাইছেন যেখানা নিয়ে এত্ত লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিটায় কী আমি বউ সেজে বাসর ঘরে বসে আছি? না আমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি কোনটা????’
ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। তবে এমন স্ট্যাটাস পড়ে অনেকেই কিন্তু হতবাক হয়েছেন।
রোববার অনিক আব্রাহাম নামের একজনের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরীমনির বেশ কিছু ছবি আপলোড করা হয়। সেখানে তাকে এক যুবকের কোলে বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে দেখা গেছে। ছবিতে ফুটে ওঠা গ্রাম্য পরিবেশ দেখে স্পষ্ট বোঝা যায় ছবিগুলো পুরনো। এটাও স্পষ্ট যে, সেগুলো পরীমনির অতীত দিনেরই ছবি।
ছবিগুলো প্রকাশিত হওয়ার পর পরীমনিকে নিয়ে শুরু হয় আলোচনা। সেই আলোচনার জবাব পরীমনি ফেসবুকে এভাবেই দিয়েছেন।
তিনি আরো লিখেছেন : ‘এ রকম পিক তো আপনারা যারা আজ এই নিউজ করেছেন আপনাদের সাথেও আছে। যেটা এই ছবির তুলনায় অনেক বেশি কাছাকাছি হবে। তাহলে আপনার সবগুলোই আমার জামাই।’