বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রকাশিত হলো জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রথম প্রকাশনা ‘ফিল্মস্ট্রিট’।
২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে কাজ করছে। চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন, কর্মশালা, পাঠচক্র ও আলোচনাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে তারা তাদের প্রথম প্রকাশনা- চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ফিল্মস্ট্রিট’ এর প্রকাশ ।
বইমেলা উপলক্ষ্যে সংখ্যাটি বের হলেও অনানুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছে টি.এস.সি-৮ নাম্বার রুম সহ তক্ষশীলা, বাতিঘর ও লোক-এ।
এ সংখ্যায় লিখেছেন- সাফি উল্লাহ, আব্দুর রেহমান, অলিউর রহমান সান, রুদ্র আরিফ, আকিল আশরাফ, রিসান আহমেদ, মশিউর রহমান, মাকজুম ওয়াহিদ, দিলশাদ চৌধুরী, রায়হান রাইন, মানস চৌধুরী।
চলচ্চিত্র বিষয়ক বিশ্লেষণ, পর্যালোচনা, অনুবাদ, আলোচনা মোট ১১টি লেখা প্রকাশিত হয়েছে এ সংখ্যায়।
পত্রিকাটি সম্পাদনা করেছেন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি রুদ্রনীল আহমেদ।