বার্সার জার্সিতে মেসির ৫০০তম জয়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কাতালান ক্লাবটির জার্সিতে এটি মেসির ৫০০তম জয়। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।  স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন মেসি।

ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে বার্সার বড় জয়ে মেসি করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান, ক্লেমন্ট লংলে ও আর্থার।

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন গ্রিজমান। বক্সের ডান দিকে নেলসন সেমেদোকে বল বাড়িয়েছিলেন মেসি। সেমেদোর পাস থেকে এক ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লংলে। মেসির কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।

বাকি তিনটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে নিজের প্রথম গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মেসি। মাঝমাঠ থেকে ইভান রাকিটিচের লম্বা করে বাড়ান বল ধরে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।

৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান আর্থার। গোলটা পেতে পারতেন অবশ্য আনসু ফাতি কিংবা মেসি। প্রথমে বক্সে ঢুকে ফাতির নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে মেসির শট ফেরান লেগানেসের এক ডিফেন্ডার। তবে আর্থারকে গোল করা থেকে রুখতে পারেনি অতিথিরা।

আর ৮৯ মিনিটে লেগানেসের জালে পঞ্চম পেরেকটি ঠুকে দেন মেসি। রাকিটিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

Print Friendly

Related Posts