বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে আজ শুক্রবার সকালে বিএসএমএমইউ’তে ভর্তি হন ওবায়দুল কাদের। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরীক্ষা-নিরীক্ষার পর সাংবাদিকদের ডা. আলী আহসান জানান, ওবায়দুল কাদেরের শরীর এখন স্থিতিশীল। রক্তচাপও স্বাভাবিক।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ১৫ মে সুস্থ অবস্থায় দেশে ফেরেন ওবায়দুল কাদের।