বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর বাংলাদেশ অফিসের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বুধবার (৬ফেব্রুয়ারি) ঢাকার উত্তরায় দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ দরিদ্র কর্মক্ষম নারীর মাঝে সিঙ্গার সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুয়েতী রাষ্ট্রদূত জনাব আদেল মোহাম্মাদ হায়াত, বাংলাদেশে ইউএই এম্বেসীর চার্জ দ্যা এ্যাফেয়ার্স জনাব আব্দুল্লাহ আলী আল-হামুদী, কেএসআর সদর দপ্তর কুয়েতের মহাপরিচালক জনাব আব্দুল আজিজ আহমাদ আল ওবায়েদ, কেএসআর বাংলাদেশ অফিসের চেয়ারম্যান ড. জাবের আল-ওয়ান্দাহ ও মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলাম এবং সম্মানিত কুয়েতী দাতা জনাব মোহাম্মাদ আল-শাম্মারী প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসআইটিসিবি‘র পরিচালক মাও: মোঃ আব্দুল কুদ্দুস।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কুয়েতের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কুয়েতী সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌছে দিতে কেএসআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য তিনি সংস্থার মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনে কেএসআরের মাধ্যমে এদেশে কুয়েতী সহায়তার ধারা আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।