খান মাইনউদ্দিন, বরিশাল: বরিশাল মেটোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, যাঁদের টাকায় আমাদের বেতন রেশন হয়, সেই জনগণকে সর্বোচ্চ আস্থা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সেবা প্রদানের লক্ষে আরও বেগবান হওয়ার পাশাপাশি নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত মাস্টার প্যারেডের বিকল্প নেই।
পুলিশ কমিশনার বলেন, মাস্টার প্যারেড শৃঙ্খলার একটা অংশ, আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা স্ট্যান্ডার্ড নষ্ট হয় এমন আচরণ থেকে বিরত থাকতে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে। বাড়তি সতর্কতার পাশাপাশি জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাসগুলোতে নজরদারি, চেকপোষ্ট বৃদ্ধির দ্বারা সংঘবদ্ধ অপরাধিদের ধরে আইনের আওতায় আনতে হবে।
শনিবার বরিশাল মেটোপলিটন পুলিশের আয়োজিত মাষ্টার প্যারেডে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসপি) মোঃ ছালেহ্ উদ্দিনের নেতৃত্বে মাষ্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জাহাঙ্গির মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) মোঃ আব্বাসউদ্দীন, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন এন্ড ক্রাইম) মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফায়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।