বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অনেক সভা করেছি, প্রতিবাদ করেছি, নির্বাচনও করেছি, এখন যেভাবেই হোক দেশনেত্রীকে মুক্ত করবোই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে দেওয়া বক্তব্যে তিনি দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে থাকা দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একথা বলেন।
এসময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন ফখরুল।
সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন: নিজেদের মধ্যে বিভেদ কোন্দল রেখে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই দলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, রাজপথে ছিলাম, আছি থাকবো, খালেদা জিয়াকে মুক্ত করেই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে না এসে মানুষ ভোট চুরির প্রতিবাদ করেছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আরও বক্তব্য রাখেন: মো.শাজাহান,শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু,ডা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম,আবুল খায়ের ভূইয়া,যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন সহ-অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা।