কাজী দুলাল, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশের সহযোগিতায় স্বল্পমেয়াদী প্রকল্প পরিচালিত ঘূর্ণিঝড়” বুলবুলিতে” ক্ষতিগ্রস্ত স্বনির্ভর মহিলা সদস্যদের মাঝে দাতা সংস্থার অর্থায়নে সার বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেল ৩টায় লুথার্যান হেলথ কেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক মিস্টার পিউস ছেড়ও এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শংকর কুমার বিশ্বাস।
এতে প্রধান অতিথি ছিলেন,ই এল সিএর দক্ষিণ এশিয়ার কর্মকর্তা ভারতের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ডক্টর রেভা চন্দন মার্টিন পল, বিশেষ অতিথি ছিলেন শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম সালাম, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, মিস্টার সাগর রোজারিও, মি. ডেভিড ঘোষসহ কর্মকর্তা-কর্মচারী ও সমিতির সদস্যবৃন্দ।
পরে লুথার্যান হেলথকেয়ার বাংলাদেশের স্বনির্ভর সমিতির ঘূর্ণিঝড় বুলবুলিতে ক্ষতিগ্রস্ত ৯৪৪জন রবি মৌসুমী ২৭৯জন বোরো মৌসুমী ৪১জন ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।