ঢাকাই সিনেমার নতুন নায়িকা মিষ্টি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মঞ্চ ও ছোটপর্দার পর এবার রূপালী পর্দায় আসছেন মিষ্টি হাসান। তাও আবার মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের মধ্য দিয়ে।

এস এম শফিউল আযমের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘উদীয়মান সূর্য্য’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তিনি কেন্দ্রীয় চরিত্র বীর মুক্তিযোদ্ধা নোমানের ছোটবোন সায়রা চরিত্রকে ধারণ করেছেন। পরিচালকের ভাষ্যমতে, সায়রা চরিত্রে খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন মিষ্টি হাসান। চরিত্রটা আলাদাভাবে দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হবে বলে আশাবাদ তার।

মিষ্টি হাসানের অভিনয় শুরু মঞ্চ থেকে। শিশু শিল্পী হিসেবে তার থিয়েটার জীবন শুরু। প্রথমে শামসুল আলম বকুল ও আমিরুল ইসলামের পুবের থিয়েটার এবং বর্তমানে তিনি লোক নাট্যদলের (বনানী) কর্মী। মিষ্টি হাসানের টেলিভিশন নাটকে যাত্রা শুরু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, অভিনেতা, নাট্যকার, সুরকার ও কন্ঠশিল্পী আমিরুল ইসলামের সহযাত্রী হিসাবে।

পরিচালক এস এম শফিউল আযম জানান, আগামী মার্চে ‘উদীয়মান সূর্য্য’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Print Friendly

Related Posts