বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার জেলার আরেক উজ্জ্বল নক্ষত্র ‘অভিষেক দাস’। তবে বাবা-মা, পরিবার-পরিজন ও বন্ধুদের কাছে পরিচিত ‘অরণ্য’ নামে।
তার বাড়ি নড়াইল শহরের চিত্রা নদীর পাড়ে বাঁধাঘাট চত্বরে। এই চিত্রা নদীতেই সাঁতার কেটে দুরন্তপনায় বেড়ে উঠেছেন জীবিত ক্রিকেট কিংবদন্তি নড়াইলের ‘কৌশিক’ তথা মাশরাফি বিন মর্তুজা।
সেই চিত্রাপাড়ের ছেলে অভিষেক। যিনি যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করে দলের জন্য ব্যাপক অবদান রাখেন। তার এই অবদানের জন্য আনন্দিত অভিষেকের বাবা-মা, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ নড়াইলবাসী।
অভিষেককে অভিনন্দন জানিয়ে ফেসবুকেও ঝড় তুলেছেন নড়াইলসহ দেশের ক্রিকেটপ্রেমীরা।
অভিষেকের বাবা অসিত দাস ও মা করুনা দাস। বাবা বললেন, ‘আমরা ভীষণ খুশি হয়েছি। যা ভাষায় প্রকাশ করা যায় না। ও দলের জন্য ভবিষ্যতে আরো ভালো করবে- এই কামনা করি। অরণ্য (অভিষেক) আমাদের সোনার সন্তান মাশরাফির আদর্শে অনুপ্রাণিত। ও ক্রিকেটে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।’
অভিষেকের বাবা বলেন, ‘রোববার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল শেষ পর্যন্ত দেখেছি আমরা। আমাদের বাড়ির পাশে বাঁধাঘাট চত্বরে বড় পর্দায় সবাই খেলা দেখেছেন। আমরাও তাদের সাথে এই খেলা উপভোগ করেছি। বাংলাদেশ জয়ী হওয়ায় আমরা ভীষণ আনন্দিত।’
অভিষেক এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে থেকে ‘ব্যবসায় শিক্ষা’ শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। এসএসসিতে ‘এ’গ্রেড পেয়েছিল।
এদিকে যুব বিশ্বকাপ বিজয়ের পর থেকে প্রতিদিন অভিষেকদের বাড়িতে বিভিন্ন পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলা শহরসহ গ্রামাঞ্চলে সর্বত্র চলছে ’অভিষেক বন্দনা’। সবার মুখে একটিই কথা-ক্রিকেট বিশ্বের ‘জীবন্ত কিংবদন্তি মাশরাফি’র উত্তরসূরি ’আমাদের অভিষেক’।
অন্যদিকে সোমবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায়ও আলোচনায় ছিলেন ‘অভিষেক’। এ কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি ক্রিকেটার অভিষেকের প্রশংসা করে বলেন, ‘মাশরাফি বিন মর্তুজা এমপির উত্তরসূরি অভিষেক যুব বিশ্বকাপে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আমি আনন্দিত। অভিষেকসহ সব খেলোয়াড়কে অভিনন্দন জানাই। মাশরাফির মতো সোনার ছেলেরা আরো এগিয়ে যাক এই প্রত্যাশা করি।’
নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা এমপির শহরে অভিষেক উদীয়মান এক ক্রিকেটার। অভিষেক তার ধারাবাহিকতা রক্ষা করে দলের জন্য ভবিষ্যতে আরো ভালো করবে, এই কামনা করি।’