দি নিউ লাইফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কামালদি মাথাভাঙ্গার দি নিউ লাইফ স্কুলের বার্ষিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মুরাদ আফজার প্রামাণিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তাহরে শারীরিক ও মানসিক বিকাশ হবে। প্রতিটি শিশুর জন্যেই খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুরাদ আফজাল প্রামাণিক আরো বলেন, প্রাইমারী লেভেল থেকেই শিক্ষা জীবনের ফাউন্ডেশন শক্তিশালী হয়। তাই প্রতিটি শিশুর প্রতি সকলকে সচেতন হতে হবে। তাহলে উন্নত দেশ গঠনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের একটি আয়োজন করায় সকলকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান শিক্ষক মো. শামীমের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, ব্যবসায়ী মো. নূরুল আলম সরকার প্রমুখ।

এসময় সহকারি প্রধান শিক্ষক সামছুন্নাহার, সহকারি শিক্ষক বিথী আক্তার, সাজেদা আক্তার, পারভীন আক্তার, আবুল খায়ের, এলাকার গণ্যমান্য ব্যক্তি আঃ রব প্রধান, মো. সালাউদ্দিন, আঃ হাকিম, মুক্তার হোসেন’সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দি নিউ লাইফ স্কুলের বার্ষিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly

Related Posts