বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অমর একুশে বইমেলা-২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে কবি বদরুজ্জামান জামানের নতুন কবিতা বই ‘ জেগে আছি রৌদ্র ছায়ায়’ ’।
বইটি প্রকাশ করেছে- নাগরী প্রকাশ। তিন ফর্মার এই বইয়ে চল্লিশটি কবিতা স্থান পেয়েছে। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি বইমেলা নাগরী প্রকাশ ২২৫-২২৬ নম্বর স্টলে এবং ঢাকা সিলেট বইমেলাসহ দেশের বিভিন্ন লাইব্রেরীতে । মূল্য ১২০ টাকা।
কবি বদরুজ্জামান জামানের এটি ৬ষ্ঠ বই।
প্রবাস জীবনের আকুলতা, দেশ মাতৃকার ভালবাসা যেমন তার কবিতায় আছে, তেমনি ব্যক্তিগত আকুতি ও সমাজের নানা অসঙ্গতি ওঠে এসেছে এই বইয়ের কবিতাগুলোতে ।
প্যারিসের রূপ-সৌন্দর্যের মুগ্ধতা ছাড়াও স্বদেশের নগর-মানুষ, নগর-সভ্যতা, প্রকৃতি, স্মৃতিকথা তার কবিতাকে সুখপাঠ্য করে ।
আশা করি পাঠক এই বইয়ের কবিতাপাঠে মুগ্ধ ও অভিভূত হবেন।
বদরুজ্জামান জামান ২০১০ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে করছেন। প্রবাস জীবনের যান্ত্রিক ব্যস্ততার মাঝেও স্বদেশপ্রীতি ও শিকড়ের টানে প্রতিনিয়ত লিখছেন ।
তার প্রকাশিত অন্যান্য বইগুলো হচ্ছে–অশান্ত সমুদ্র পুষি (কবিতা-২০১৫), বোধের দরজায় খিল (কবিতা-২০১৬), নানা রঙের ছড়া (ছড়া-২০১৭), জলরঙে আঁকা ছবি (কবিতা ২০১৮) এবং জঠরে ক্রন্দনসুর (কাব্য) ২০১৯ ।
তাছাড়াও তিনি সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ সম্পাদনা করছেন ।