বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সাংবাদিক দীপু হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
দীপু হাসান কর্মজীবনে প্রথম সারির অনেকগুলো গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক দীপু হাসানের ছোট ভাই আলীম আল হাসান গণমাধ্যমকে বলেন, রোববার দুপুরে রাজধানীর আরামবাগে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন দীপু। পরে স্বজনরা তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক দীপু কর্মজীবনে দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল, দৈনিক আজকের কাগজ, এনটিভি, যমুনা টিভি, একাত্তর টিভিসহ প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।
বিনয়ী আর সদালাপী দীপু হাসানের মৃত্যুতে অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্যসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন।
ভোলা জার্নালিস্ট ফোরাম, ঢাকার সহসভাপতি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহ মতিন টিপু গভীর শোক প্রকাশ করেন।