বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আজ বুধবার সকালে ব্যাট করতে নেমেছে আকবর আলী-ইমনরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩নং মাঠে গতকাল জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল। আজ আর তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়।
প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। রান তুলেছে ৮৪টি। জিম্বাবুয়ের চেয়ে এখনো তারা ২০৭ রানে পিছিয়ে রয়েছে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আউট হয়েছেন থিতু হওয়ার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্রুতই ফিরেছেন উইকেটরক্ষক আকবর আলী। দলীয় ৬৮ রানের মাথায় আইন্সলে এনডোলভুর বলে ভিক্টর নাইআাওচির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। ৬৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে যান। ৬৯ রানের মাথায় আকবর আলী টিনোতেন্দা মুতুমবোজির বলে বোল্ড হয়ে যান ১ রানে। এরপর আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম মিলে দলীয় সংগ্রহকে ৮৪ রান পর্যন্ত নিয়ে বিরতিতে যান।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ২৯১/৭ ডিক্লে.
বিসিবি একাদশ : ১৭৯/৫ (৪২ ওভারে)
ব্যাটিং : আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম ।
আউট হয়েছেন : নাঈম শেখ (১১), মাহমুদুল হাসান জয় (১), শাহাদাত হোসেন দীপু (২), পারভেজ হোসেন ইমন (৩৪) ও আকর আলী (১)।