ধামরাইয়ে ২ ইট ভাটা ও ২ ব্যাটারি কারখানাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

মো. রাসেল হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে নানা অনিয়মের অভিযোগে ২ ইটভাটা ও ২ ব্যাটারি কারখানাকে ১৫ লাখ ২০ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর অনেকাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ২ টি ইট ভাটাকে ১২ লাখ টাকা ও  ২ টি ব্যাটারি কারখানাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদ আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ জানান, বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের দেড় কিলোমিটারের মধ্যে কোন ইট ভাটা থাকবে না, ইটভাটা থাকা বেআইনি।কিন্তু ডাউটিয়া এলাকার ২টি ইটভাটার মালিক এ আইন অগ্রাহ্য করে দির্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে । এছাড়া ইটভাটাগুলো কৃষি জমির টপ সয়েল ব্যবহার করে ইট তৈরি করছে ও মারাত্বকভাবে পরিবেশ দূষণ করছে ।

এসব অভিযোগের ভিত্তিতে সকাল থেকে শুরু হওয়া অভিযানে ২টি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে প্রিয়াংকা ও লাকী সেবেন ব্রিকসের মালিকরা জরিমানার ১২ লাখ টাকা পরিশোধ করেন।  অপরদিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় আরগাজ ব্যাটারি কারখানাকে ২ লাখ ও বেলিশ্বর এলাকায় একটি চায়না ব্যাটারি কারখানাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা  করেন।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ইট ভাটা ও ব্যাটারি কারখানার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আজ ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিজান চালায়। আর আমরা ধামরাই থানা পুলিশ অভিজান চলা কালে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারনে আমরা তাদের নিরাপত্তার প্রধান করছি।

Print Friendly

Related Posts