বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ টি-২০ বিশ্বকাপের মূল আসরে খেলতে নামার আগে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ১১১ রানের পুঁজি পাকিস্তানকে স্পর্শ করতে দেননি দলের তিন বোলার জাহানারা আলম-খাদিজা তুল কুবরা ও অধিনায়ক সালমা খাতুন। এর আগে বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারনে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ৭ রানের মধ্যে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান নিগার সুলতানা ও ফারজানা হককে নিয়ে পরিস্থিতি সামাল দেন ওপেনার মুরশিদা খাতুন। তিন জনের ব্যাটিং দৃঢ়তায় ৮৩ রানের পৌঁছে যায় বাংলাদেশের ইনিংস। সুলতানা ১৩, ফারজানা ২১ ও মুরশিদা ৪৩ রানে আউট হন। মুরশিদার ৩৮ বলের ইনিংসে ৬টি চার ছিলো।
তাদের বিদায়ের পর পরের দিকের ব্যাটসম্যানরা দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রানের ছোট পুঁিজ পায় বাংলাদেশ। পাকিস্তানের আইমান আনোয়ার ১২ রানে ২ উইকেট নেন।
১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটিং টপ-অর্ডার। ২৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যান প্যাভিলিয়নমুখী হন। এর মধ্যে সালমা ২টি ও জাহানারা ১টি উইকেট শিকার করেন। শুরুর ধাক্কাটা সামলে নিয়েছিলেন ওপেনার জাভেরিয়া খান ও পাঁচ নম্বরে নামা নিদা দার। দলীয় ৫০ রানে এই জুটিতে ভাঙ্গন ধরান ডান-হাতি পেসার পান্না ঘোষ। ১৪ রান করা নিদাকে শিকার করেন পান্না।
নিদার আউটের পর যাওয়া আসার মিছিল শুরু করেন পাকিস্তানের পরের দিকের ব্যাটসম্যানরা। তাই ৪৭ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে হারের স্বাদ পায় পাকিস্তান। পতন হওয়া শেষ ৬ উইকেটের তিনটিই নিয়েছেন জাহানারা। কুবরা নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এরমধ্যে ছিলেন জাভিয়ার। ৩৪ বলে ৫টি চারে সর্বোচ্চ ৪১ রনা করেন তিনি।
বাংলাদেশের জাহানারা ২২ রানে ৪, কুবরা ১১ রানে ৩ ও সালমা ২৮ রানে ২ উইকেট নেন।
আগামীকাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। পার্থে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে- ২৭ (অস্ট্রেলিয়া), ২৯ (নিউজিল্যান্ড) ফেব্রুয়ারি ও ২ (শ্রীলংকা) মার্চ।
‘বি’ গ্রুপে রয়েছে- ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), শামিমা সুলতানা (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, রিতু মনি ও সোবাহানা মোস্তারি।