ভোলায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের শ্রদ্ধা

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২ টা ১মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভোলায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে স্মরণ করেন ৫২র ভাষা শহীদদের।

বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাাঁড়িয়ে শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের।

v-2

ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন। এরপর একে একে পুলিশ সুপার, ভোলা জেলা প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, ভোলা পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, ভোলা জেলা স্কাউটস, কোস্ট গার্ড দক্ষিণ জোন, সিভিল সার্জন, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, লেডিস ক্লাব, জেলা কারাগার, জেলা বিএনপি, ভোলা সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা কলেজ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়সার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts