আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্তি জেলা দায়রা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজলোর ভাঙ্গুরি দক্ষিণপাড়া গ্রামের নিহত আব্দুল আওয়ালের (৭০) ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলির মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৫৫)। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাগুড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল আওয়ালের সাথে তারই ছেলে জহুরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জুন রাত ১টার দিকে ছেলে জহুরুলসহ দন্ডপ্রাপ্ত তার সহযোগীরা আওয়ালের ঘরে প্রবেশ করে ব্লেড দিয়ে তাকে ক্ষত বিক্ষত করে হত্যা করে।
এ ঘটনায় মির্জাপুর থানার তৎকালীন উপ পরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদি হয়ে একই বছরের ১ আগস্ট একটি হত্যা মামলা করেন। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বিচারক এই দন্ডাদেশ দেন।