বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আলো ঝলমল খুলনা ক্লাব। উৎসবের আমেজ বিরাজ করছে গোটা ক্লাব প্রাঙ্গণ। সানাইয়ের সুর আর ঢোলের বাদ্য বাজনায় উৎসবের এই আমেজকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। রূপসী খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে আলো ঝলমল এই ক্লাবেই সাতপাকে বাঁধা পড়লেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। ২২ গজের ক্রিকেটার পা দিলেন তাঁর নতুন জীবনে। শুরু হলো সৌম্য সরকারের নতুন ইনিংস।
বুধবার রাত ৮টায় ঢাক-ঢোল পিটিয়ে আর বাদ্য বাজনা বাজিয়ে পাঁচশ বরযাত্রীর বিশাল বহর নিয়ে খুলনা ক্লাবে বিয়ে করতে এসেছিলেন সৌম্য। সেখানে কণে পক্ষ বরযাত্রীদের বরণ করে নেন রঙ-বেরঙের ফুল ও ফুলের পাপড়ি ছিটিয়ে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা থেকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রোবাস ও ছয়টি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন সৌম্য।
রাত সোয়া ১১টায় অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরেন বর-কনে দু’জন। এরপর একে অপরে মালা বদল করেন। এ সময় ঢাক ঢোল কাশির বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় বিয়ে। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয়রা আশীর্বাদ করেন নতুন বর-বধূকে। সৌম্য সরকারও সকলের উদ্দেশে তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা প্রার্থনা করেন।
সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, সনাতন ধর্মীয় রীতি-নীতি মেনে রাত ১১টায় সৌম্য সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে।
সৌম্যের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ পেশায় ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ও লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। দেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের বিয়েকে ঘিরে মিডিয়াকর্মীদের সরব উপস্থিতি ছিল খুলনা ক্লাবে। ক্রিকেটারকে সামনে পেয়ে আগত অনেকের মধ্যে সেলফি তোলার ধুম পড়ে যায়। বিয়ের পর নববধূকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হন সৌম্য সরকার ও তার পরিবার। আগামীকাল শুক্রবার ২৮ (ফেব্রুয়ারি) সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেনে সৌম্য সরকারের বৌ-ভাত অনুষ্ঠিত হবে।