জ.ই. বুলবুল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহ্পুর ইউনিয়নের পাক হাজীপুর গ্রামে বাংলাদেশের ২৮তম একটি নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) উপজেলার হাজীপুর এলাকা হতে নতুন এই গ্যাসে ক্ষেত্রটি আবিষ্কার করেছে।
গ্যাস ফিল্ডটি নবীনগরের নামে নামকরণের দাবিতে স্থানীয় এমপিও একাত্মতা ঘোষনা করেছেন এলাকাবাসির সাথে।
তিনি বলেন , যেহেতু গ্যাসফিল্ড টি বাঙ্গরা/হাজিপুর গ্রামে অবস্থিত। সেহেতু এর নামকরণ হাজীপুর/বাঙ্গরা, নবীনগর করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করার দরকার তা গ্রহণ করা হবে।
বুধবার গ্যাস অনুসন্ধান ফিল্ডে খনন কর্মকর্তা মোহাম্মদ মহসিনুল আলম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
গত বছর ২৮ অক্টোবর গ্যাস উত্তোলনকারী সংস্থা বাপেক্স হাজিপুর এলাকায় গ্যাস অনুসন্ধান কাজ শুরু করে। অনুসন্ধান শেষে গত ৩ মার্চ কুপ খনন কাজের ডিএসসি কার্যক্রম শুরু করা হয়।
ওই কর্মকর্তা বলেন, কুপের আরো পরীক্ষা নিরীক্ষা চলছে, ধারনা করা যাচ্ছে এ কুপ থেকে প্রায় ১২ মিলিয়ন ঘণফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। একই সাথে বাপেক্স এও জানায়, কাছাকাছি প্রসেস প্লান্ট থাকায় শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে সারা দেশে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব।
উল্লেখ্য, গত ৩ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস স্তরের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার দেয়া বক্তব্যের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে স্থানটিকে কুমিল্লার উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ প্রকাশ পায়।
তাদের ভাষ্যমতে গ্যাসক্ষেত্রটি নবীনগর উপজেলা এরিয়ায় অবস্থিত। পাশাপাশি শ্রীকাইলের জোনের সাথে মিলিয়ে এ ক্ষেত্রটিকে কুমিল্লার উল্লেখ করে নবীনগরবাসীকে অবহেলিত করা কিছুতেই মানবে না তারা।
কুুপ খনন স্থানে বাপেক্স কর্মকর্তাদের সাথে আলাপকালে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন গ্যাস ফিল্ডে নামকরণ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নবীনগর পাক-হাজীপুর গ্যাস ফিল্ড নামকরনের জোর দাবী জানান। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে মানববন্ধনসহ ব্যাপক কর্মসূচী ঘোষণার আভাস দেন।
তাদের দাবি নিজেদের গ্যাস সারাদেশে সরবরাহের আগে নবীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে।