বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট মাঠে ফিরছেন ২৮ মার্চ।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস এন্ড এডুকেশনের (এবিএএসই) আমন্ত্রণে মেলবোর্নে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি ম্যাচ। মেলবোর্ন ও সিডনির মধ্যকার সেই চ্যারিটি ম্যাচে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা এই অলরাউন্ডার। মেলবোর্নের হয়ে মাঠে নামবেন সাকিব।
ঐ চ্যারিটি ম্যাচে অংশ নেয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সাকিব।
এবিএএসই’র ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস এন্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেন্ট’ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভালে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে।’
জুয়াড়ির তথ্য ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসির কাছ থেকে গোপন করায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব। তবে চ্যারিটি ম্যাচে কোন বাঁধা নেই তার। তাই দীর্ঘদিন পর আবারো ২২ গজে ব্যাট-বল হাতে দেখা যাবে ক্রিকেটের অন্যতম তারকাকে।