বদরুজ্জামান জামান
.
আমাদের সুখ দুঃখ তৃপ্তি অতৃপ্তি প্রাপ্তি চাওয়া স-ব
সময়ের বিউগলের করুণ অসহায় সুর আচ্ছন্ন করে।
দম্ভ অহংকার শক্তি সাহস শৌর্যবীর্য পরাক্রম শক্তি-
এক অদৃশ্য আবহের কাছে কত নিঃস্ব কত অসহায়
কত ভীত কত ত্রস্ত; শঙ্কা আর উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত।
মৃত্যু, চিরস্মরণীয় চিরবরণীয় এক মহাসত্যের নাম,
মৃত্যু সুখ কিংবা দুঃখের অনিবার্যতায় রণোজীবন ।
মৃত্যু জন্মের আমৃত্যু পাপের এক সমাপ্ত অধ্যায়
যে অধ্যায় কেবলই সূচিত হয় জন্মের শৌর্যসুখে ।
আমরা বেঁচে আছি বেঁচে থাকি কৃতকর্ম সুখে কিংবা দুঃখে ।
কেউ সত্যে কেউ মিথ্যায় কেউ প্রচার-অপপ্রচার সুখে,
কেউ আত্মম্ভরিতা নগ্নতা হীনমন্যতা আত্মশোক যাতনায়,
কেউ ধর্মের নামে অধর্মের প্রচারে ঝাণ্ডা হাতে তৃপ্ত সুখে,
মহাপরাক্রমশালী সেই সত্তা প্রদত্ত চিরসত্য মৃত্যু ভুলে।