করোনা সন্দেহে লঞ্চে এক যাত্রী অবরুদ্ধ

ইফতেখার শাহীন: ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ লঞ্চে এক যাত্রীকে করোনাভাইরাস সন্দেহে কেবিনে অবরুদ্ধ করে রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ওই যাত্রী ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে কেবিন নিয়ে যাত্রা করেন।
এদিকে, লঞ্চযাত্রী করোনায় আক্রান্ত এমন খবর ছড়িয়ে পড়লে অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখ-২ লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মাসুম খান।
শাহরুখ-২ লঞ্চের কয়েকজন যাত্রী জানান, রাত ৮টার দিকে ওই যাত্রীর পরিচিত কয়েকজন তার সঙ্গে কুশল বিনিময়ের জন্য গেলে ‘সমস্যা আছে, আমার কাছে আইসেন না’ বলে বারন করেন। পরে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। এসময় লঞ্চ কর্তৃপক্ষ ওই যাত্রীকে কেবিনে তালাবদ্ধ করে একজন আনসার সদস্যকে দেখভালের দায়িত্ব দেন। এ খবর ছড়িয়ে পড়লে লঞ্চের অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চ কর্তৃপক্ষ ওই যাত্রীকে নিরাপদ হেফাজতে রাখায় স্বস্তি ফেরে অন্য যাত্রীদের।
লঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মাসুম খান বলেন, ‘আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। জেলা প্রশাসন ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আপাতত জেলা প্রশাসনের নির্দেশে ওনাকে নিরাপদ হেফাযতে রাখা হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘উনি অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসা নিয়ে ফিরছিলেন। তাকে লঞ্চের কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার লক্ষণ আছে কী-না বা উনি আক্রান্ত কী-না সেটা যাচাই করতে স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে। ওই যাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, ওই ব্যক্তিকে পরীক্ষা-নীরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Print Friendly, PDF & Email

Related Posts