এম এম চৌধুরী, হবিগঞ্জ: জেলার শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় পল্লী চিকিৎসক ডা. বিধান দেব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন।
তিনি রোগী দেখে ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপত্রে তিনটি শ্লোগান সম্বলিত সিল দিচ্ছেন। এতে লেখা রয়েছে সর্দি, কাশি, জ্বর হলে হাসপাতালে যোগাযোগ করুন। সর্দি, জ্বর, কাশি হলে কোয়ারেন্টিনে থাকবেন। প্রত্যেক মানুষ গরম পানি ও সাবান দিয়ে হাত ও মুখ মুছে রাখবেন।
গ্রামের রোগীরা এ শ্লোগান পড়ে সচেতন হচ্ছেন। পল্লী চিকিৎসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূল লোকজন।
চিকিৎসক ডা. বিধান দেব বলেন, এ পরিস্থিতিতে সবারই উচিত নিজ নিজ স্থান থেকে সাধ্যমতে কাজ করে যাওয়া। কোনভাবেই আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। সচেতন হতে হবে। তাহলে ভাল ফল আশা করা যাবে।