বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বদলে গেছে গুগল বাংলাদেশ। সবুজে রঙিন হয়েছে তাদের লোগো। মাঝখানে দেওয়া হয়েছে শাপলা ফুল।
স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাতে ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানা তাৎপর্য তুলে ধরা হয়।
ডুডল বলতে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ এ নকশা বা চিত্র প্রদর্শন করা হয়।
এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া গুগলের পক্ষ থেকে।