মীর বাসন মাজছেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পরিচারিকাকে ছুটি দিয়ে নিজের কাজ নিজেই করছেন অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলি। এই সময়ে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। তেমনই একটি রেডিও চ্যানেলের জন্য বাড়ি থেকেই সঞ্চালনার কাজ করছেন মীর।

মীর নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে তাকে বাসল মাজতে দেখা যাচ্ছে। তবে তিনি জানান, কোনও দিনই ভাবেননি এভাবে বাসন মাজতে হবে। মীর বলছেন, অনেকে আমায় প্রশ্ন করতেন আমি এত সকালে উঠে কী করি? আমি মজা করে বলতাম, আমি বাসন মাজার কাজ করি, তারপর রেডিও শো করতে যাই। কিন্তু আজকে সেটা সত্যিই করতে হচ্ছে।

কিন্তু বাসন মেজে মোটেই আক্ষেপ বা লজ্জা নেই মীরের। তিনি বলছেন, এতে আমার কোনও লজ্জা নেই। বরং নিজের কাজ নিজে করতে ভালো লাগে। ভিডিওতে দেখানোর জন্য বাসন মাজছি না। আমার নিজেরই ভালো লাগে না এঁটো বাসন পড়ে থাকলে। তাই নিজে ধুয়েও নিই। কিন্তু এমন পরিস্থিতিতে এভাবে মাজতে হবে ভাবিনি।

তবে বাসন মাজার সময়ে আরও একটি বিষয়ে খুব সচেতন তিনি। সেটি হল পানির অপচয়। তাই বাসন মাজার সময়ে তিনি সচেতন ভাবে কলটি বন্ধ রাখছেন। মীর বলছেন, দেখছেন বাসন মাজার সময়ে আমি কল বন্ধ রাখছি। জলের অপচয় যাতে না হয় সেটিও নজর রাখা উচিত। যতটা প্রয়োজন ততটাই পানি ব্যবহার করুন।

পরিচারিকাকে ছুটি দিয়ে নিজেই যেমন ঘরের কাজ করছেন তেমন থেমে নেই সঞ্চালনার কাজও। মীর একটি রেডিও চ্যানেলে সঞ্চালনা করেন। সেই কাজ থেমে নেই। তাই বাড়ি থেকে রেডিওর সঞ্চালনার কাজ করছেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts