ধামরাইয়ে প্রবাসীদের বাড়িতে পুলিশের লাল পতাকা

মো. রাসেল হোসেন, ধামরাই: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ঢাকার ধামরাই উপজেলায় প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয় ধামরাই থানা পুলিশ ।

কয়েকদিন আগে যেসব প্রবাসী বিদেশ থেকে দেশে ফিরেছেন এমন কয়েকজন প্রবাসীদের বাড়িতে ধামরাই থানার পুলিশ লাল পতাকা টাঙিয়ে দেয়।

বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখতে ও এলাকার জনসাধারণকে সতর্ক করতে বৃহস্পতিবার  বিকেল থেকে ধামরাই পৌর মহল্লার হুজুরিটলা এলাকায় ধামরাই থানা পুলিশ  পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়।

P-97

এব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান জানান, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা এসব প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছি এবং বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সঙ্গে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীদের সচেতন করছি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) দীপক চন্দ্র সাহা জানান, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাছাড়া তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করছি।

Print Friendly, PDF & Email

Related Posts