ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদাবাজ ও ভুয়া ডিবি পুলিশ এমএসকে মাহবুবকে মাদকসহ হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৯ মে) নবীনগর উপজেলার পূর্ব পাড়ার কাশেমুল দারুল উলুম মাদ্রাসার পিছন গেট থেকে ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী হাতেনাতে ধরে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
তার বিরুদ্ধে এলাকায় ভুয়া পুলিশ সেজে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা সেবনসহ সমাজকে অস্থির করার একাধিক অভিযোগ রয়েছে।
এলাকার মাওলানা মেহেদী হাসান বলেন, আমি আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে দারুল উলুম মাদ্রাসার পিছনে মানুষের জটলা দেখে সেখানে যাই গিয়ে দেখি তাকে মাদকসহ ধরে তাকে গণধোলাই দিচ্ছে, তাকে সেখান থেকে উদ্ধার করে আইনের হাতে সোপর্দ করি।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিত রায় বলেন, মাদকসহ এলাকাবাসী তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সমাজকে অস্থির করাসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।