ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে মনপুরায় দফায় দফায় সংঘর্ষ

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে মনপুরায় দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করার অভিযোগে শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ।

ধর্মীয় অনুভুতিতে আঘাতমূলক এ ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে শুক্রবার (১৫ মে) বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসুল্লিরা। বিক্ষোভকারীরা হিন্দু সম্প্রদায়ের দুইটি দোকান ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করেছে। এসময় অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- ছাইফুল (৩৫), রাজিব (১৯), আলাউদ্দিন (৪৭), সানাউল্লাহ (৩৩), ইব্রাহীম (৩৮), করিম (২৫)। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

মনপুরা থানার ওসি ঘটনার সত্যতা শিকার করে জানান, পুরো শহরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেট নিক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি, মাওলানা আব্দুর রহমান খান তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। তারা প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Print Friendly, PDF & Email

Related Posts