হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি বাগানে ৩০০ চা শ্রমিক পরিবারে ব্র্যাকের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১৯ মে দুপুরে এ সহায়তা প্রদান করা হয়। এর আগে দেউন্দি প্রতীক থিয়েটারের পক্ষ থেকে ব্র্যাক এনজিও’র কাছে খাদ্য সহায়তার জন্য আবেদন করা হয়েছিল। এ আবেদনের প্রেক্ষিতে খাদ্য সহায়তা পেয়ে অসহায় চা শ্রমিক পরিবারগুলো সন্তুষ্ট। তারা (শ্রমিক পরিবার) ব্র্যাক এনজিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেদন করার জন্য প্রতীক থিয়েটারকে ধন্যবাদ জানিয়েছে।
প্রতীক থিয়েটার সভাপতি সুনীল বিশ্বাসের সার্বিক পরিচালনায় খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, বাগানের সিনিয়র ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক ইমরান আল ইফরাত, মেম্বার কার্ত্তিক বাকতী, বাগান পঞ্চায়েত সভাপতি প্রবীর বুনার্জী, সাধারণ সম্পাদক আপন বাকতী প্রমুখ।
উল্লেখ্য, তিন দশকের বেশী সময় ধরে চা শ্রমিকদের অধিকার আদায়ে গান ও নাটকের মাধ্যমে দাবী জানিয়ে আসছে প্রতীক থিয়েটার।
মামুন/এইচ