বাহুবলে মহিলা পার্টির সভাপতির স্বামীকে মারধর, ২০ জনকে আসামী করে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার শিপার স্বামী এমরান আহমেদকে (৩৫) মারধর করে বাড়িতে হামলার ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা হয়েছে।

১৬ মে হাসিনা আক্তার শিপা বাদী হয়ে বাহুবল মডেল থানায় এ মামলাটি করেন। এর আগে ১০ মে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দুই দফায় মারধর ও হামলার ঘটনাটি সংঘটিত হয়।

হাসিনা আক্তার শিপা জানান, প্রথমে বিকেলে তার স্বামী মোঃ এমরান আহমেদ এর উপর একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর পেয়ে তিনিসহ তার ভাইরা গিয়ে আহত অবস্থায় এমরান আহমেদকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে সন্ধ্যার পূর্বে উপজেলার সাতপাড়িয়াস্থ আমার বাবার বাড়িতে হামলা চালায় এ দুর্বৃত্তরাই। হামলায় বাড়িতে থাকা ফাতেমা আক্তার (২৬) ও শরীফা বেগম (৩০) আহত হয়। তাদেরকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। শুধু তাই নয় হামলাকারীরা বসতঘর ভাংচুর ও লুটপাট করে করে। সুবিচারের জন্য থানায় এ মামলাটি দায়ের করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবিরের সাথে যোগাযোগ হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলা তদন্ত করছেন এসআই ইদ্রিস।

মামুন/এইচ

Print Friendly

Related Posts