ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

মো. রাসেল হোসেন: ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সৎকারে কোন আত্মীয়স্বজন এগিয়ে না আসায় ধামরাই থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সহায়তায় মৃতের সৎকার করা হয়।
বৃহস্পতিবার সকালে করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল বাড়িতেই মারা যান।
 এলাবাসী জানায়, ধামরাই পৌরসভার কায়েতপাড়ার দীপক রায় মল্লিক নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে মারা যান। এরপর তার বাড়ির গৃহপরিচারিকা পাখি মন্ডলও ঠান্ডা, জ¦র ও কাশিতে ভোগছিলেন। বৃহস্পতিবার সকালে গৃহপরিচারিকা পাখি মন্ডলও মারা যান। এরপর ওসির র্নিদেশে থানার এসআই খাইরুল ইসলাম, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণ গোপাল পালের সহায়তায় কায়েতপাড়ার নিজ বাড়ি থেকে পাখি মন্ডলের লাশ উদ্ধার করে স্থানীয় শ্মশানে সৎকার করেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন তিন সাংবাদিক, ২৯ পুলিশ সদস্য, ১১ জন স্বাস্থ্যকর্মী, ৫ ব্যাংকার, ১২ পোশাক কর্মীসহ ২৬৪ জন। এরমধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ২৭ জন সুস্থ হয়েছেন এবং চারজন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় লাশের সৎকার করতে তার কোন আপনজন এগিয়ে আসেনি। খবর পেয়ে আমার পুলিশ, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও পূজা উদযাপন পরিষদের নেতা নন্দ গোপাল সেনের সহযোগিতায় লাশ স্থানীয় শ্মশানে দাহ করা হয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts