প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশের ‘মিডিয়া ওয়ার্ল্ডের অধীনস্থ জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (১ জুলাই) বুধবার বেলা দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি।

তিনি দুই বছর ধরেই অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।

মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

মৃত্যুর সময়ে লতিফুর রহমান স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার আরেক মেয়ে শাজনীন রহমান ১৯৯৮ সালে গুলশানের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

আজকের এই দিনে চার বছর আগে লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন জঙ্গিদের হাতে নিহত হন হলি আর্টিজানে হওয়া জঙ্গি হামলায়।

Print Friendly, PDF & Email

Related Posts