টাঙ্গাইলে নার্স-স্বাস্থ্যকর্মীসহ নতুন শনাক্ত ২৮, মোট আক্রান্ত ৬৯৭

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯৭ জনে।

শুক্রবার (৩  জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।  নতুন আক্রান্তের মধ্যে  মির্জাপুর  ১৩ জন, মধুপুর ৭ জন, টাঙ্গাইল সদর ৩ জন, কালিহাতী ২ জন, দেলদুয়ার ১ জন, ঘাটাইল ১ জন এবং বাসাইল ১ জন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে আজ টাঙ্গাইলে নতুন ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়েছেন ৩১০ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৩৭৫ জন। বিভিন্ন উপজেলায় চিকিৎসাধীন ১ জন। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ৩৫৯ জন।জেলার বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ১১ জন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রধান সহকারী এবং প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার একজন  স্টাফ আক্রান্ত হয়েছেন। এছাড়া কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স এবং অপরদিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১৪০, মধুপুর ৪১, ধনবাড়ী ২৮, গোপালপুর ৩৫, ভূঞাপুর ৩০, ঘাটাইল ২৮, কালিহাতী ৪২, নাগরপুর ৩৮, দেলদুয়ার ৪৩, মির্জাপুর ২৩৩, বাসাইল ১৪, সখীপুর ২৫।

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts