দেশে মৃতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছলো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১১৯তম দিনে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৯ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৩ জন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। আগের কিছু সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৩২ হাজার ৭৪টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।

তিনি বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ২৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। মোট আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯৭-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ।

Print Friendly, PDF & Email

Related Posts