দেশে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১২০তম দিনে মৃতের মোট সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস এ আক্রান্তদের মধ্যে ৫৫ জন মারা গেছেন। এর ফলে এখন মৃতের মোট সংখ্যা ২০৫২।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯০৪ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬৪টি। আগের কিছু সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৪৬ হাজার ৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।

তিনি বলেন: নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৭৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন। মোট আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।

Print Friendly, PDF & Email

Related Posts