আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩৭ জনে।
বুধবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মির্জাপুরে ১১ জন, ভূঞাপুর ১ জন, নাগরপুর ১ জন, দেলদুয়ার ১ জন, গোপালপুর ২ জন, ঘাটাইল ২ জন, মধুপুর ৭ জন এবং সখীপুর উপজেলায় ৪ জন রয়েছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র বলেন, ঢাকায় পাঠানো নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৪ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়।
জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ পর্যন্ত) ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।জেলা করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ৬ জন।জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১ জন।জেলার বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ১১ জন।বাড়িতে (হোম) আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ৩৯২ জন।মোট সুস্থ ৪১০ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ৪১০ জন।
নতুনদের মধ্যে সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়।পরে রোববার নমুনা ঢাকায় পাঠানো হয়।পরবর্তীতে মঙ্গলবার রাতে নমুনার ফলাফলে তার পজেটিভ আসে।
অপরদিকে মির্জাপুর উপজেলায় পুলিশ ট্রেনিং সেন্টারের ৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন, ওই ট্রেনিং সেন্টারের পুলিশ পরির্দশক (নিরস্ত্র), একজন এএসআই এবং অপরজন কনস্টেবল।
এছাড়া একই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার, ইমাম, ২ জন শিক্ষার্থী, পোশাক কারখানার কর্মী এবং ব্রাককর্মী আক্রান্ত হয়েছেন।অপরদিকে ভূঞাপুর পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন।
অপরদিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, দেলদুয়ার উপজেলায় স্বাস্থ্য সহকারী (স্বাস্থ্যকর্মী) করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে জেলায় মোট ৩৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে জেলার বিভিন্ন থানা ও পুলিশ লাইনের ১৮ জন এবং পুলিশ ট্রেনিং সেন্টারের ১৯ জন রয়েছেন।
টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১৯০, মধুপুর ৫০, ধনবাড়ী ৩১, গোপালপুর ৩৮, ভূঞাপুর ৩৮, ঘাটাইল ৩১, কালিহাতী ৪৩, নাগরপুর ৪০, দেলদুয়ার ৪৪, মির্জাপুর ২৮৫, বাসাইল ১৫, সখীপুর ৩২।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৮৩৭ জনে।