ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ৭টি এনজিও ও বেসরকারী ক্লিনিককে করোনা সংক্রমণ প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডসহ ৮টি সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে এসব সামগ্রী ও সরঞ্জাম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভা মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ।
এসময় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, পিএইচডি এর হেলথ্ কোর্ডিনেটর জাকির হোসেন, রেজাউল করিম ভ‚ইয়া, আরএইচস্টেপ এর ফিল্ড কো-অর্ডিনেটর এ,কে,এম জাহিদুল ইসলাম, ডিআরআরএ এর সুখেন চন্দ্র সরকারসহ বেসরকারি পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগন ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রুহুল আমিন ইউকে এইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং পিএইচডি-কে এই করোনা মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
যুক্তরাজ্য সরকারের দাতা সংস্থা ইউকে এইড এর সহায়তায় পরিচালিত ইএইচডি কর্মসূচীর অংশীদারী সংস্থাসমুহ হল- আইপাস, আরএইচস্টেপ, আইসিডিডিআর,বি, সিবিএম, ডিআরআরএ, ডিজিটাল হেলথ্ সলিউশন (ডিএইচএস), পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)। প্রকল্প বাস্তবায়নকারি সংস্থা পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (PHD) এর তত্তাবধানে চরফ্যাশন উপজেলার এনজিও ক্লিনিক ও বেসরকারী ক্লিনিকসমুহে পেশাদারদের জন্য ১২ প্রকার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও সংক্রমণ প্রতিরোধক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় প্রস্তুতি ও সহায়তা পরিকল্পনা (এনপিআরপি) কে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে সরকার কতৃক গঠিত স্থানীয় কোভিড-১৯ মহামারী মোকাবেলা কমিটির সাথে সমন্বয় করে ইএইচডি প্রকল্প বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনা ৩ টি জেলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্তাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় পার্টনারস ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (PHD) বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮টি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।