বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রিয়াল ভালাদোলিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কোনো অঘটন ঘটেনি। আর্তুরো ভিদালের গোলে ১-০ ব্যবধানের প্রত্যাশিত জয়টিই পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।
এই জয়ে রিয়ালের অপেক্ষার পালা বাড়লো। অর্থাৎ সোমবার গ্রানাডার বিপক্ষে জিতলেও রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হবে না।
শনিবার ভালাদোলিদের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ভিদাল। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ভিদালের করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। বার্সাকে পাইয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।
এই জয়ে ৩৬ ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। ৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৮০ পয়েন্ট। ভালাদোলিদ ৩৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে ১৪তম অবস্থানে।
বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে বৃহস্পতিবার।