মো. রাসেল হোসেন: ঢাকার ধামরাইয়ের বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি অপারেশন মাসুদুর রহমান।
এর আগে সোমবার (১৪ জুলাই) গভীর রাতে ধামরাইয়ের কলিয়াগার, সদর ইউনিয়নের আফাজউদ্দিন স্কুলের সামনে ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফয়সাল আহমেদ (২৯), শহিদুল ইসলাম বাবু (২৩), কহিনুর (৩৮), রাশেদ খান, সুবাস ও জামান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের কলিয়াগার এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ , শহিদুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অভিযান চালিয়ে ধামরাইয়ের সদর ইউনিয়নের আফাজ উদ্দিন স্কুলের সামনে থেকে কহিনুরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো বলে জানা গেছে।
অন্যদিকে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ খান, সুবাস ও জামান নামের তিন আসামীকে গ্রেফতার করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান বলেন, মাদকসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।