বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বান্ধবী রুক্মিণা মৈত্রের সঙ্গে মশকরা করতে গিয়ে কবিতা লিখে পাঠিয়েছিলেন দেব। রুক্মিণীও একেবারে মজার ছলেই তা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। আর সেই কবিতা নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। ট্রোলাররা যেন ওঁত পেতে বসেছিলেন। তাই শুরু হয় সেই কবিতা নিয়ে ট্রোলিং। যদিও সব সময়ের মতোই ট্রোলারদের ভদ্রতার সঙ্গেই জবাব দিয়েছেন দেব।
দেব টুইট করেন, “আরে আমার প্রিয় বন্ধুরা, যারা ভালোবাসার, ভালোবাসবে। যাঁদের ঘৃণা করার, তারা ঘৃণা করবে। যাদের ট্রোল করার স্বভাব, তারা ট্রোল করবেই। আমি তো শুধু রুক্মিণীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছিলাম। আর এখন তো আমার কবিতা শুনে সবাই হাসছে। যদিও তাদের হাসির কারণটা আলাদা।” অভিনেত্রী শ্রীলেখা মিত্রও দেবের সেই কবিতাটি শেয়ার করে একটি পোস্ট করেছেন।
ক্যাপশনে লেখেন, “কি মিষ্টি না! আহা এরকম কবি বাংলার ঘরে ঘরে জন্মাক। আমাক কিন্তু সত্যিই মিষ্টি লেগেছে।” শ্রীলেখার এই পোস্টে নেটিজেনরা অনেকেই বিদ্রুপের সুর খুঁজে পেয়েছেন। ব্যঙ্গ করেই অভিনেত্রী এমন পোস্ট দিয়েছেন বলে অনেকে মনে করেছিলেন।
যদিও শ্রীলেখা নিজেই পরে কমেন্ট সেকশনে লেখেন, “ছেলেটা কিন্তু সত্যি খুব মিষ্টি। এর মধ্যে ব্যঙ্গ খুঁজো না প্লিজ।” দেব ট্রোলারদের যে পাল্টা জবাব দিয়েছেন, সেটির স্ক্রিনশটও কমেন্টে শেয়ার করে লিখেছেন, “সত্যিই দারুণ। তোমায় ভালোবাসি দেব।”
প্রসঙ্গত, রুক্মিণী সোমবার টুইট করেছিলেন, “আমার যে কবিতার বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে সেই বিষয়ে দেবের সঙ্গে আলোচনা করছিলাম। তখন ও বলল, ওর মনের ভিতরেও এক কবি সত্ত্বা রয়েছে। আর তার পাঁচ মিনিটের মধ্যে এই কবিতা লিখে পাঠিয়েছে ও।
আমার কিছু বলার নেই এই কবিতা দেখে। আমি শুধু পৃথিবীকে জানাতে চাই, ওর বন্ধুদের কী সহ্য করতে হয়!” দেবের লেখা কবিতাটিও শেয়ার করেছেন রুক্মিণী। তবে পুরো বিষয়টিই যে নেহাত মজা করে তা বলাই বাহুল্য। দেবও খুনশুঁটি করেই রুক্মিণীকে এই মেসেজটি পাঠিয়েছেন। আর সেটি মজা করে সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
কবিতাটি হলো—‘একটি গাছ ছিল, একটি উদ্ভিদ ছিল/গাছ উদ্ভিদকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো?/ উদ্ভিদ উত্তর দিলো, আমি ঠিক আছি তুমি কেমন আছো? কবিতাটি এখানেই শেষ হলো।’
এর জবাবে রুক্মিণী লেখেন, ‘কবিতার প্রতি আমার ভালবাসা নিয়ে দেবের সঙ্গে কথা হচ্ছিল ৷ ঠিক ওই সময় দেব একটা কবিতা পাঠালো, আর বলল, এটা তার লেখা…আমার কিছু বলার নেই, বিশ্ব জানুক কবি দেবকে!’
Arey Amar bhai….
Lovers can Love
Haters can Hate
Trollers can Troll…
N Media…..HmmmmmHahahahah…
I was trying to get a smile on her face…But now so many are smiling(reasons may b different) https://t.co/25s3Rj8chE— Dev (@idevadhikari) July 14, 2020