বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিসিএস পাস করে পুলিশ অফিসার হলেন মম। চাকরিতে যোগদান করেই, প্রথম দিনেই গ্রেফতার করলেন চঞ্চল চৌধুরীকে। ব্যাংকে অফিসারদের সাথে বেয়াদবি করার অপরাধে হাজতে যেতে হলো চঞ্চল চৌধুরীকে। অপরাধ ক্ষমাও করে দিলেন মম।
তবে শেষ পর্যন্ত মম’র রেফারেন্সে ব্যাংকে চাকরি হয় চঞ্চলের। ব্যাংকের চাকরি চলে যাবার উপক্রম একমাসেই। ভুল করে টাকা বেশী দিয়ে ব্যালেন্স মিলাতে পারেন না। মাস শেষে বেতন তো দূরের কথা, বাবার কাছ থেকে টাকা নিয়ে ভুলের মাশুল দিতে থাকে চঞ্চল।
মম বিসিএস ক্যাডার, পুলিশ অফিসার। একটুও বদলায়নি। চঞ্চলকে ভালোবাসে হৃদয় উজাড় করে। কিন্তু বাবার পাত্র দেখা ও বিয়ের চাপ উপেক্ষা চঞ্চলকে প্রতিষ্ঠিত করতে মনপ্রাণ উজাড় করে দেয়। চঞ্চলকে বুঝতে দেয় না মম। ভালোবাসে মনে মনে মুখে প্রকাশ করে না। চঞ্চলের পাশে ছায়ার মতো থাকে বিপদে-আপদে মম। সব সময় চঞ্চলকে সহযোগীতা করার কারণে মম সমালোচিত হয় থানায়।
এমনি ঘটনা নিয়ে ‘বিসিএস বক্কর’ নামক জনপ্রিয় নাটকের সিক্যুয়েল-২ হিসেবে ঈদের নাটক নির্মিত হলো ‘বক্কর এখন ব্যাংকার’।
নাটকটি রচনা করেছেন জনপ্রিয় কবি ও নাট্যকার-মিজানুর রহমান বেলাল, পরিচালনা করেছেন সকাল আহমেদ।
অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, দেলোয়ার হোসেন দিলু, মাহবুল আল রশিদ খান, সানজিদা কাইয়ুম, মাসুম বাশার প্রমুখ।
‘বক্কর এখন ব্যাংকার’ নাটকটি আরটিভিতে ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রচার হবে বলে জানান সকাল আহমেদ।