ইফতেখার শাহীন: বরগুনায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা পিটিয়ে তিনজনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে।
এ ঘটনায় আহত সালেহা খাতুন (৬৭), মাসুম বিল্লাহ (৩২) এবং মোশারেফ হোসেন (৪৭) বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের বেডে গুরুতর আহত সালেহা খাতুন জানান, তার ভাই নিজাম খাঁনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। সালেহা খাতুনের বড় ছেলে মোশারেফ হোসেন বিবাদমান জমিতে কিছুদিন পূর্বে গাছ রোপন করে। ঘটনার দিন শুক্রবার প্রতিপক্ষ নিজাম খাঁন তার ছেলে আমিনুল ইসলাম রাজু, হৃদয় খাঁন, নেছার খানের ছেলে রিয়াদ খাঁন সেই গাছ উপড়ে ফেলতে গেলে তাতে বাধা দেয় সালেহা খাতুনসহ তার দুই ছেলে মোশারেফ ও মাসুম বিল্লাহ্। এ নিয়ে নিজাম গং সালেহা খাতুনসহ তার দুই ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতাবস্থায় সালেহা খাতুন ও তার দুই ছেলেকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরগুনার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম, তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।