আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হলো। নতুন শনাক্তরা টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। চলতি মাসেই ১৯ দিনেই জেলায় ৫ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। চিকিসাধীন রয়েছেন ৪৯২ জন।
সূত্র আরও জানায়, জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ পর্যন্ত) ৫২৮ জন করোনা শনাক্ত হয়েছে। মাসভিত্তিকি করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। এদিকে করোনায় জেলায় শনাক্তদের মধ্যে মোট সুস্থতার হার ৫৫%৷ আর মৃত্যুর হার ১.৮৪%।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকালপার্সন এবং মেডিকেল অফিসার ডা. আজিজুর রহমান জানান, দিন দিন করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। মূলত মানুষের সচেতনতা অভাব এবং সামাজিক দূরত্ব না মানার কারণে শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, শনাক্তের সাথে সাথে সুস্থতার সংখ্যাও বাড়ছে।