মেসির জোড়া গোলে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অন্য বার্সেলোনাকে দেখা গেল আজ (১৯ জুলাই)। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আলাভেসের মাঠে খেলতে নেমে গোলবন্যা বইয়ে দিয়েছে মেসিবাহিনী। আলাভেসের মাঠে মেসির জোড়া গোলে ৫-০ গোলের বড় জয় পেয়েছে কাতালান ক্লাবটি। সমর্থকরা তাই আক্ষেপ করে বলতেই পারে— এতোদিন কোথায় ছিল এই বার্সেলোনা?

ম্যাচটিতে বার্সেলোনার পক্ষে গোল উৎসব শুরু করেন তরুণ স্ট্রাইকার আনসু ফাতি। মেসির অ্যাসিস্ট থেকে ২৪ মিনিটে বার্সাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফাতি। এর দশ মিনিট পরে মেসি নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের আগে সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৪৪ মিনিটে এই উরুগুইয়ানের গোলটি আসে জর্দি আলবার পাস থেকে।

বিরতির পর আরো দুই গোল পায় বার্সেলোনা। ম্যাচের ৫৭ মিনিটে নেলসন সেমেদোর গোলে ব্যবধান হয় ৪-০। আলাভেসের জালে শেষ গোল করেন অধিনায়ক মেসি। ম্যাচের ৭৫ মিনিটে নিজের জোড়া গোলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন। চলতি মৌসুমে লা লিগায় এই নিয়ে সর্বোচ্চ ২৪ গোল করলেন মেসি।

Print Friendly, PDF & Email

Related Posts