এস.এম ইলিয়াস জাবেদ, কলাপাড়া প্রতিনিধি: মহিপুর থানায় নির্যাতনের শিকার ভুক্তভোগী এক নারীর মামলা নেয়নি ওসি। সোমবার (২০ জুলাই ) সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের মাছুমা বেগম।
সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ডালবুগঞ্জ গ্রামের নাজেম আলী সিকদার’র স্ত্রী মাছুমা বেগম (৩০) বলেন, ’জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আবু জাফর ওরফে শিবলু গাজী (৪০) তার জমিতে খূঁটি বসাতে শুরু করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শিবলু কাঠের খাটিয়া দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি দুই হাত দিয়া ফেরানোর চেষ্টা করেন। এসময় উক্ত আঘাত তার ডান হাতে পড়ে গুরুতর জখম হন।
মাছুমার আর্তচিৎকারে তার স্বামী এসে তাকে রক্ষার উদ্দেশ্যে কাঠের খাটিয়া হস্তগত করে তা ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে শিবলুর স্ত্রী আফিয়া আক্রমনের উদ্দেশ্যে শিবলুর হাতে ধারালো দা সরবরাহ করে। যা দিয়া শিবলু আমার মাথার উপর কোপ দেয়ার চেষ্টা করলে আমি বাম হাত দিয়ে ফেরানোর চেষ্টা করি। উক্ত কোপ আমার বাম হাতের কব্জির উপর পড়ে গুরুতর কাটা জখম হয়। এসময় আমার পিতা, ভাই সহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া ও পরবর্তীতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়। পরে কিছুটা সুস্থ হয়ে আমি আমার চিকিৎসা ব্যবস্থাপত্র, এক্সরে প্লেট নিয়ে মহিপুর থানায় অভিযোগ দিতে গেলে ওসি মো: মনিরুজ্জামান আমাকে আজ কাল বলে ঘুরাইতে থাকে। তাঁর দাবী পূরণ না করায় তিঁনি আমার মামলা নেননি।’
কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় গনমাধ্যম কর্মীরাসহ ভুক্তভোগী নারী মাছুমার সাথে উপস্থিত ছিলেন তার তার স্বামী, পিতা ও ছোট ভাই।