এম.এ লিটন : মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
বুধবার সকালে (২৩ জুলাই) সকালে উপজেলার সন্যাসীরচর বন্যা কবলিত এলাকায় দ্বিতীয় দিনের মত প্রায় দুইশ পরিবারের মাঝে এই খাদ্যসহায়তা প্রদান করা হয়।
সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডালের প্যাকেট।
শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ‘আষাঢ়ের তীব্রতার সাথে সাথে দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখা নিয়েছে নদী ভাঙন। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্যসহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’